Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকৌশলী অফিস

অফিসের নাম : প্রকেৌশল অফিস (এলজিইডি)

অফিস পরিচিতি :স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্তত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের অধিন স্থানীয় সরকার প্রকেৌশল  অধিদপ্তর (এলজিইডি) একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকেৌশল অধিদপ্তরের উপজেলা প্রকেৌশল দপ্তর উপজেলা পরিষদের নিকট ন্যাস্তকৃত  একটি বিভাগ। যাহার প্রধান কাজ উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে  কারিগরী এবঙ কেন্দ্রীয়  সরকারকে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান করা।

কিকি সেবা পাবেন :

(১) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে কারিগরী সহায়তা প্রদান।

(২)  পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ।

(৩) বিভিন্ন মন্ত্রনালয়ের অবকাঠামো উন্নয়নে কর্মসূচী বাস্তবায়ন, পরিবীক্ষণ।

সেবা এবঙ ধাপ সমূহ-

                          (ক) গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ।

                          (খ) সরকারী ক্রয় এবঙ দরপত্র বিভক্তি প্রকাশ।

                          (গ) এলজিইডি সড়ক কাটার অনুমোতি পত্র ।

                          (ঘ) জিআইএস ম্যাপ সরবরাহ।

                          (ঙ) অন্য কোন মন্ত্রনালয়/বিভাগ/দপ্তরের ডিপোজিট ঙ র্য়াক বাস্তবায়ন।

গুরুত্বপূর্ন প্রকল্প :

১) গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (IRIDP)

(২) ইউনিয়ন অবকাঠামো উন্নয়ন (খুলনা,  বাগেরাহাট, সাতক্ষীরা জেলা) শীর্ষক প্রকল্প।

(৩) দক্ষীন পশ্চিম অঞ্চলীয় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (SWBRDP)

(৪) পল্লী সড়ক, কালভার্ট মেরামত/সংস্কার প্রকল্প।

(৫) "অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীন সড়ক ো হাট/বাজার অবকাঠামো উন্নয়ন" শীর্ষক প্রকল্প।

(৬) সরকারী প্রাথমিক বিদ্যালয় পূনরনির্মান, সংস্কার প্রকল্প (২য় পর্যায়)।

(৭) রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়)।

(৮) সরকারী প্রাথমিক বিদ্যালয় মেরামত এবং রক্ষণাবেক্ষণ (Need based) প্রকল্প।

(৯) বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০টি প্রাথমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্প।

(১০) তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিাপি-৩)

কর্মকর্তা বৃন্ধ :

ছবিনামপদবিফোনমোবাইলইমেইল
মো. মহিউদ্দিন মিয়াউপজেলা প্রকৌশলী ০১৭১১৫৮৯১৫৭ue.rupsha@lged.gov.bd
এস এম সেলিম আহম্মেদউপ সহকারী প্রকৌশলী ০১৭৫২০৭৯৩৯৭rup.lged@yahoo.com
মো. আল ফারুকউপ সহকারী প্রকৌশলী ০১৭১৮৮৫২৫৪৫rup.lged@yahoo.com
নারগিছ আক্তারনক্সাকার (উপ সহকারী প্রকৌশলী) ০১৭১৮৪৪৯৮০৭rup.lged@yahoo.com

যোগায়োগ : phone:041800182. Mobile: 01711-589157

 

অফিসের নাম:প্রকৌশল অফিস (জনস্বাস্থ্য)

 

অফিসের পরিচিতি :স্থানীয় সরকার সমবায় ও পল্লি উন্নয়ন মন্ত্রনালয়ের অধীন, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তার সৃষ্টি থেকে গ্রাম অঞ্চলে

জনসাধারনের স্বাস্থ্যের উন্নতি ও পানি বাহিত রোগ প্রতিরোধ কল্পে নিরাপদ পানি সরবারহ, সাস্থ্য সম্মত ল্যাট্রিন উৎপাদন ও বিক্রয় এবং

ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়জিত।

সেবাগ্রহণকারীরপ্রাপ্যসেবাসমূহঃ

সার্কেল/জেলা/উপজেলাকার্যালয়ঃ-

ক্রমিকনং

                                সেবারবিবরণ

সাড়া প্রদানের সময়সীমা

ক.

প্রকল্প গ্রহণের আবেদন

১৫ কর্মদিবসের মধ্যে

           খ.

দরপত্র সংশ্লিষ্ট তথ্য

২ কর্মদিবসের মধ্যে

গ.

দরপত্র সংশ্লিষ্ট অভিযোগ

২ কর্মদিবসের মধ্যে

ঘ.

অধিদপ্তরীয় কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

৭ কর্মদিবসের মধ্যে

ঙ.

অধিদপ্তরীয় কাজে নিয়োজিত কোন পরামর্শক প্রতিষ্ঠান /ঠিকাদারী প্রতিষ্ঠান /বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার কার্য সংক্রান্ত অভিযোগ/ প্রশ্ন

৭ কর্মদিবসের মধ্যে

           চ.

পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়ক তথ্য সরবরাহের অনুরোধ

৩ কর্মদিবসের মধ্যে

ছ.

বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে প্রশিক্ষক প্রদান

৭ কর্মদিবসের মধ্যে

জ.

বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন স্থাপনা স্থাপনের অনুরোধ(Deposit Work).

১৪ কর্মদিবসের মধ্যে

ঝ.

চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান/পরামর্শকসংস্থা/বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের সাথে বিরোধ নিস্পত্তির আবেদন।

১৫ কর্মদিবসের মধ্যে

ঞ.

অধিদপ্তরীয় পানি পরীক্ষাগারগুলোর সেবার মান সংক্রান্ত অভিযোগ/পরামর্শ।

১৫ কর্মদিবসের মধ্যে

১।  উপর্যুক্ত সময়সীমার মধ্যে কোন বিষয় নিস্পত্তি করা সম্ভব না হলে, তা ঐ সময়সীমার মধ্যে আবেদনকারীকে কি কারণে ও আর কত দিন সময় লাগবে তা জানাতে হবে।

২।  আবেদনকারী উর্পযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তে  অন্যত্র আবেদন করলে তার আবেদন উর্পযুক্ত সময়ের মধ্যে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে আবেদনকারীকে জানাতে হবে।

৩।  তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণ করতে হবে।

৪।  সংশ্লিষ্ট কার্যালয়ের এখতিয়ার বহিভূত এলাকা বিষয় সম্পর্কীয় তথ্য প্রাপ্তির আবেদন/ অভিযোগ ইত্যাদি ব্যাপারে সংশ্লিষ্ট  ব্যাক্তি /ব্যাক্তিবর্গকে তাদের করণীয় সম্পর্কে জানিয়ে দিতে হবে।

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ :

ক) বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প।

খ) দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প।

গ) জাতীয় স্যানিটেশন প্রকল্প।

 কর্মকর্তা:

 

ছবিনামপদবিফোনমোবাইলইমেইল
আ: গফ্ফার মোল্যাউপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ০১৭১৫৫০৯০৯৬goffar@yahoo.com

যোগাযোগ : জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় রূপসা, খুলনা।মোবা:০১৭১৫-৫০৯০৯৬