Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভিন্ন প্রকল্প

 

* রুপসা উপজেলা প্রকৌশল অফিসের বিভিন্ন প্রকল্প সমূহ *

 

প্রকৌশল অফিস (এলজিইডি)

(১) গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (IRIDP)

(২) ইউনিয়ন অবকাঠামো উন্নয়ন (খুলনা,  বাগেরাহাট, সাতক্ষীরা জেলা) শীর্ষক প্রকল্প।

(৩) দক্ষীন পশ্চিম অঞ্চলীয় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (SWBRDP)

(৪) পল্লী সড়ক, কালভার্ট মেরামত/সংস্কার প্রকল্প।

(৫) "অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীন সড়ক ো হাট/বাজার অবকাঠামো উন্নয়ন" শীর্ষক প্রকল্প।

(৬) সরকারী প্রাথমিক বিদ্যালয় পূনরনির্মান, সংস্কার প্রকল্প (২য় পর্যায়)।

(৭) রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়)।

(৮) সরকারী প্রাথমিক বিদ্যালয় মেরামত এবং রক্ষণাবেক্ষণ (Need based) প্রকল্প।

(৯) বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০টি প্রাথমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্প।

(১০) তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিাপি-৩)

প্রকৌশল অফিস (জনস্বাস্থ্য)

ক) সমগ্র দেশে গ্রামীণ পানি সরবরাহ (বিশেষ) প্রকল্পাধীন তারা ডেভেড পাম্প গভীর নলকূপ স্থাপন।

খ) সমগ্র দেশে গ্রামীণ পানি সরবরাহ জি.ও.বি (বিশেষ) প্রকল্পাধীন ৬নং গভীর নলকুপ স্থাপন।

খ) সমগ্র দেশে গ্রামীণ পানি সরবরাহ জি.ও.বি (বিশেষ) প্রকল্পাধীন অগভীর পানির স্তর এলাকায় রিং ওয়েল স্থাপন।

ঘ) স্যানিটেশন- হাইজিন, এডুকেশন এবং ওয়াটার সাপ্লাই (জি.ও.বি- ইউনিসেফ) প্রকল্পাধীন গ্রামীণ এলাকাই গভীর নলকুপ স্থাপন।

ঙ) স্যানিটেশন- হাইজিন, এডুকেশন এবং ওয়াটার সাপ্লাই (জি.ও.বি- ইউনিসেফ) প্রকল্পাধীন গ্রামীণ জনগনের স্যানিটেশন এবং স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন।

চ) স্যানিটেশন- হাইজিন, এডুকেশন এবং ওয়াটার সাপ্লাই (জি.ও.বি- ইউনিসেফ) প্রকল্পাধীন প্রাথমিক বিদ্যালয়ে স্যানিটেশন এবং স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন।

ছ) জাতীয় স্যানিটেশন প্রকল্পাধীন গ্রামীণ অতি দরিদ্র পরিবারদের জন্য রিং-স্লাব সরবরাহ।

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহঃ

ক) বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প।

খ) দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প।

গ) জাতীয় স্যানিটেশন প্রকল্প।